অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির বিশিষ্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন


ভারতের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির বিশিষ্ট নেতাদের সঙ্গে তাঁর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছেন।

এখনই প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভা গঠনের প্রাথমিক আলোচনা করে ফেলতে চাইছেন। যাতে নতুন সরকার শপথ গ্রহণ করেই কাজ শুরু করতে পারে। বিজেপি সূত্রের খবর, নতুন ক্যাবিনেটে নতুন কিছু মুখ দেখা যাবে, পুরনোদের কেউ কেউ বাদ যাবেন। যেমন দলীয় সভাপতি অমিত শাহের বিরাট সাফল্যের পুরস্কার হিসেবে মোদী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান। তা হলে রাজনাথ সিং হতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থতার কারণে আর নাও থাকতে পারেন। একই কারণে না থাকার সম্ভাবনা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের।

ওদিকে ভোটে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চাইছেন। সেই বিষয়ে এবং দলের পরবর্তী পদক্ষেপ কী হবে ঠিক করতে আগামী কাল শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসছে।

শনিবারেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের শোচনীয় ফল নিয়ে আলোচনার জন্য দলের ৪২ জন প্রার্থী ও নেতাদের বৈঠক ডেকেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG