জাল নোটের উপদ্রব কমাতে আর নোটের আয়ু বাড়াতে এ বার প্ল্যাস্টিকের নোট বাজারে ছাড়তে চলেছে ভারত সরকার। তিনটি বিদেশী নোট প্রস্তুতকারকদের সঙ্গে কথাবার্তা চলছে। আশা, সেপ্টেম্বরের মধ্যেই নতুন নোট বাজারে এসে যাবে। শুরু হবে ১০ টাকার নোট দিয়ে। তিন রকমের নোট ছাড়া হবে। এক, শুধু প্ল্যাস্টিকের নোট, দুই, মাঝখানে প্ল্যাস্টিক ও দু পাশে কাগজের নোট, এবং, তিন, মাঝখানে কাগজ ও দু ধারে প্ল্যাস্টিকের আবরণের নোট। মোট বাজারে আসবে ১,০০০ বিলিয়ন ১০ টাকার নোট। পরীক্ষা সফল হলে অন্যান্য দামের নোটের ক্ষেত্রেও প্ল্যাস্টিকের নোট বাজারে আনবার কথা ভাববে সরকার।