অ্যাকসেসিবিলিটি লিংক

সন্তান পালন নিয়ে ভারত-নরওয়ে বিবাদ


কেমন করে শিশুকে মানুষ করতে হয়, তা নিয়েও ভারত আর নরওয়ের মধ্যে বেধে গিয়েছে কূটনৈতিক বিবাদ। পাঁচ বছর বয়সী পুত্রসন্তান আরিয়ান নরওয়ের নাগরিক। বাবা অনিল শর্মা আদতে ভারতীয় হলেও ২৫ বছর ধরে নরওয়ের নাগরিক। মা গুরবিন্দর অবশ্য ভারতীয়।

কয়েক দিন আগে আরিয়ানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মা-বাবার কাছ থেকে নরওয়ে কর্তৃপক্ষ তাকে নিয়ে গিয়ে রেখেছে পালক মা-বাবার কাছে। সেটাই নাকি শিশুর পক্ষে মঙ্গলজনক।ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলছেন, ভারতীয় মা-বাবার সন্তান তো ভারতীয় সংস্কৃতি মতেই মানুষ হবে। বোঝাই যাচ্ছে, দুই সংস্কৃতিতে ঢের পার্থক্য।যস্মিন দেশে যদাচার নীতি মেনে না নিলে হরেক জটিলতা। এখন কার কাছে থাকবে আরিয়ান?

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG