অ্যাকসেসিবিলিটি লিংক

চেন্নাইয়ের ৩০ কিলোমিটার সমুদ্রতটে ভাসছে তেল


ভারতে ঠিক এক সপ্তাহ আগে চেন্নাই উপকূলে দুটি জাহাজের সংঘর্ষের ফলে তেল ছড়িয়ে পড়ে অন্তত ৩০ কিলোমিটার ব্যাপী সমুদ্রতটে।

হাজার তিনেক লোক মিলে জল থেকে তেল তোলবার চেষ্টা চালিয়ে গেলেও এখনও বোঝা যাচ্ছে না কত দিনে এ কাজ শেষ হবে। কতটা তেল পড়েছে, সেটাও স্পষ্ট নয়।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কামরাজ বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে, তাদের তেল তোলবার পরিকাঠামো কেমন ও তার সম্প্রসারণ দরকার কিনা? জাহাজ দুটিকে ডকে ঢোকবার পর আটকে রাখা হয়েছে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত দুই জাহাজের ক্যাপ্টেন ও নাবিকেরাও গ্রেপ্তার হয়ে থাকবেন। চেন্নাইয়ের জন্য এ এক গুরুতর পরিবেশ বিপর্যয়। কত দিনে অবস্থা স্বাভাবিক হবে, তা স্পষ্ট নয়। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG