অ্যাকসেসিবিলিটি লিংক

গুপ্তচরবৃত্তির অভিযোগ ভারতের আট ও পাকিস্তানের ছয় দূতাবাস কর্মী প্রত্যাহার


গত কয়েক মাস ধরেই ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তপ্ত, গুলি বিনিময়ে নিহত হয়েছেন সেনা ও সাধারণ নাগরিকেরাও। এবার সেই উত্তেজনা আরও ঘোলা হয়ে উঠেছে পরস্পরের দূতাবাস কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করবার অভিযোগ নিয়ে।

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনবার পরে, ভারত এমন ৮ কর্মীকে ভারতে ফিরিয়ে আনছে। একই রকম ভাবে পাকিস্তানও প্রত্যাহার করে নিচ্ছে ৬ দূতাবাস কর্মীকে।

ভারত যাদের সরিয়ে আনছে, তাদের মধ্যে দু'জনকে আবার ভারতের প্রধান গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র এর সদস্য বলে দাবি করেছে পাকিস্তান।

সব দেশই পরস্পরের ওপর গোয়েন্দাগিরি করে থাকে। কিন্তু সে বিষয়টি এভাবে প্রকাশ্যে এনে সম্পর্ক জটিল করে তোলা বড় একটা ঘটে না। দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশই তলানীতে নেমে চলেছে। কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG