অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উপদেষ্টার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কয়েক দফা বৈঠক


সাম্প্রতিক কালে ভারতের পাঠান কোটে বায়ূসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া ভারত ও পাকিস্তানের আস্থাবর্ধক বৈঠক প্রক্রিয়া আবার শুরু হয়ে গেল। নেপালের পোখরায় সার্ক সম্মেলনের ফাঁকে দফায় দফায় বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সরতাজ আজিজ।

সংবাদ সংস্থা সূত্রের খবর, বৈঠকে পাঠান কোর্টের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে সরতাজ আজিজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বছর ইসলামাবাদে অনুষ্ঠিত পরবর্তী সার্ক সম্মেলনে আমন্ত্রনও করেছেন।

বৈঠকটি আনুষ্ঠানিক হলেও তা সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই বৈঠকের পরই মনে করা হচ্ছে আগামী ৩০শে মার্চ ওয়াশিংটনে আবার দেখা হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । এবং ওয়াকিবহাল মহল মনে করছেন, এই দুই রাষ্ট্রনায়কের মধ্যে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে।

XS
SM
MD
LG