অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের মদত মেনে নেওয়া হবে না: ভারতের বিদেশ সচিব


নয়াদিল্লী সূত্রের খবর, আলোচনাও চলবে আবার পাকিস্তান, ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবে তা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। ভারতের পাঠানকোট বায়ূসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরবর্তী পরিবেশে ভারত-পাক দু'দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ইসলামাবাদকে একথাই জানিয়ে দিল নয়াদিল্লী।

নতুন দিল্লীতে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনের মধ্যেই আলাদা করে এক বৈঠকে মিলিত হন ভারত পাকিস্তানের দুই বিদেশ সচিব এবং সেখানেই ভারতের বিদেশ সচিব এস জয় শঙ্কর, পাকিস্তানের বিদেশ সচিব আলজাজ আহমেদ চৌধুরী'কে স্পষ্ট ভাবেই জানিয়েছেন দু'দেশের সর্ম্পকের মধ্যে সন্ত্রাসবাদ যে কুপ্রভাব ফেলে, পাকিস্তান কি তা অস্বীকার করতে পারে। যদিও পাকিস্তানের বিদেশ সচিব এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। তবে তিনি কাশ্মীর ইস্যুতেই জোর দিয়েছেন বলেই জানা গেছে। যদিও আলোচনা অত্যন্ত আন্তরিক এবং খোলামেলা ছিল বলেই বিদেশ মন্ত্রক সূত্রের খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG