অ্যাকসেসিবিলিটি লিংক

শিবরাত্রি উৎসবে ভারতে হত্যালীলা চালাতে পারে জঙ্গীরা


২০০৩ সালের ১৫ ডিসেম্বর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, এই গোপন খবর মোশারফকে ভারতই জানিয়ে দিয়েছিল।

তার ১৩ বছর পরে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসির জানুজা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে শনিবার জানান, পাকিস্তানের একটি জঙ্গী সংগঠন থেকে জনা দশেক জঙ্গী গুজরাট হয়ে দিল্লিতে পৌঁছে গিয়েছে সোম ও মঙ্গলবার শিবরাত্রি উৎসবের সময় ভারতে ২৬/১১-র ধাঁচে হত্যালীলা চালাতে পারে। তারপরই দেশ জুড়ে ভারতে সতর্কতা জারি করা হয়। এই পারস্পরিক গোপন খবর বিনিময় দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

এছাড়া, পাকিস্তান এটাও বোঝে ২৭/১১-র পুনরাবৃত্তি ঘটলে দুই দেশের সীমান্তে প্রবল উত্তেজনা তো বটেই, তা ভারত-পাকিস্তান যুদ্ধের দিকেও গড়াতে পারে। জঙ্গীরা যে কেবল ভারত নয় পাকিস্তানের পক্ষেও ঘোর বিপদ, তা এখন পাকিস্তানও বুঝতে পারছে। তাই গোপন তথ্য বিনিময়। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:25 0:00

XS
SM
MD
LG