সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবরে বলা হয় চলতি বছরের গত জানুয়ারি মাসে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় জড়িত জয়েশ-ই-মহম্মদের চার জঙ্গির ঠিকানা দিয়ে এনআইএ নতুন করে চিঠি পাঠাচ্ছে পাকিস্তানকে।
গত ২৭ মার্চ থেকে ১ এপ্রিল পাকিস্তান থেকে পাঁচ সদস্যের যৌথ তদন্তকারী দল (তাতে আইএসএ-র এক প্রতিনিধিও ছিলেন) ভারতে এসে পাঠানকোটে জঙ্গিহানা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছিল। ভারতের পক্ষ থেকেও পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর আবেদন করা হয়েছে। কিন্তু, পাক প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। জঙ্গিদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও তাদের হাতে আসেনি বলে দাবি করা হচ্ছে।
তাই, জঙ্গিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে নতুন করে চিঠি পাঠাচ্ছে এনআইএ।
এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিষ ঘোঘ রায়।