অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের  উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি


ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ গড়ল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

গোটা দেশে বহু আলোচিত এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এই মামলার শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি। এই মামলার শুনানি শুরু করতে এর আগে যে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছিল, গত ১০ জানুয়ারি সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি ইউ ইউ ললিত। কারণ ১৯৯৭ সালে অযোধ্যা বিতর্কের সঙ্গে যোগ থাকা একটি মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তিনি। নতুন করে পাঁচ সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছে শীর্ষ আদালতে তার নেতৃত্বেও থাকছেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। পাশাপাশি এই নয়া বেঞ্চে থাকছেন বিচারপতি এস এ বোবডে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস এ নাজির। বিচারপতি ললিতের পাশাপাশি এই নয়া বেঞ্চে থাকছেন না বিচারপতি এন ভি রামনও। যদিও আগের বেঞ্চে সদস্য হিসেবে নাম ছিল ভি রামনের।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG