সেইসাথে দীপাবলির আলোয় আজ আলোকিত হবে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গও। কালীপুজোর আরাধনায় গোটা রাজ্য এই মুহূর্তে মাতোয়ারা, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা কিংবা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ।বিশেষ করে উল্লেখযোগ্য মধ্য কলকাতার আমহাস্ট্রীট, রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত, উত্তরবঙ্গের শিলিগুড়ি এইসব অঞ্চলের বারোয়ারি কালীপুজোর আয়োজন দর্শকের মন আরো টানছে প্রতিমা মন্ডপ আলোকসজ্জার দৃষ্টিনান্দনিকতায় ।
সেইসঙ্গে কালীপুজোর মহিমায় আপামর বাঙালি উপস্থিত হয়েছেন দেশের উত্তর-পূর্বাঞ্চলে রাজ্য আসামের কামাখ্যা মন্দিরে, পাশাপাশি আজ সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন কলকাতার উত্তর শহরতলির দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণীর মন্দিরে ,সেই সাথে অগণিত ভক্ত জমায়েত হয়েছেন দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে। আর উল্লেখ করার মতন পীঠস্থান রাজ্যের বীরভূম জেলার তারাপীঠের মন্দিরে অগণিত ভক্তও সেখানে জমায়েত হয়েছেন আজকের কালীপুজোর আরাধনায়, সেখানে দেবী কালী পূজিত হন মা তারা মায়ের রূপে। এক কথায় শব্দবাজি তে আজ কালীপুজোর রাত যেমন মেতে উঠবে, ঠিক তেমনি দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠবে গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গও, যদিও প্রশাসন শব্দবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে সদা সতর্কই ।