নিরাপত্তারক্ষীদের সতর্কতায় বানচাল নাশকতার ছক। বড়সড় হামলার হাত থেকে রক্ষা পেল দিল্লি বিমানবন্দর। আজ শুক্রবার, বিমানবন্দরে উদ্ধার হয় RDX বিস্ফোরক ভরতি একটি ব্যাগ। বিস্ফোরণ ঘটানোর জন্যই ব্যাগটি সেখানে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, দিল্লি বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালের ২ নম্বর গেটে একটি পরত্যক্ত ব্যাগ দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সন্দেহ হওয়ায় বম্ব ও ডগ স্কোয়াড ডেকে পাঠানো হয়। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় ওই চত্বর। ব্যাগটি পরীক্ষা করে জানা যায় সেটির ভিতরে রয়েছে মারাত্মক বিস্ফোরক RDX। বিস্ফোরকটি এতটাই শক্তিশালী যে বিস্ফোরণ ঘটলে আশপাশের বহু লোকের শরীর ছিন্নভিন্ন হয়ে যেত। দিল্লি বিমানবন্দরে এহেন ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনে। গোটা রাজধানীর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা ব্যাগটি রেখে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে সূত্রের সন্ধান করছেন গোয়েন্দারা বলে খবর।