অ্যাকসেসিবিলিটি লিংক

তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী পালানিস্বামী


ভারতে শনিবার তুমুল হৈ-হট্টগোলের পরে তামিলনাড়ু বিধানসভায় ১২২-১১ ভোটে আস্থা ভোটে জয়ী হলেন নব-নিযুক্ত মুখ্যমন্ত্রী ই.কে. পালানিস্বামী। তাঁর এআইডিএমকে দলেরই বিরোধী গোষ্ঠী এই ভোটাভুটিতে তাঁর বিরুদ্ধে ভোট দেয়।

বিরোধী ডিএমকে দল নেতা এম.কে. স্ট্যালিন গোড়াতেই দাবি করেন, গোপন ব্যালটে ভোট হোক। স্পিকার এ দাবি না মানায় বিধানসভায় বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। অধিবেশন মুলতুবি করে দিতে হয় বার বার। শেষ পর্যন্ত ডিএমকে সদস্যদের বের করে দিয়ে ভোটাভুটি হয়।

তবে ২৩৫ সদস্যের বিধানসভায় এই সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও চার বছর পালানিস্বামী রাজ্যপাট চালাতে পারবেন কিনা, এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG