অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভা নির্বাচনের আগেই সমাজবাদী পার্টি ভেঙে নতুন দল গঠন করতে পারেন অখিলেশ


ভারতের উত্তর প্রদেশ এক রাজনৈতিক টালমাটালের মুখে দাঁড়িয়ে।

একদিকে, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা মুলায়ম সিং যাদব ও তাঁর ভাই শিবপাল, অন্যদিকে, মুলায়ম পুত্র তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দু'তরফে ক্ষমতার লড়াই চলছিলই। দু'তরফের মধ্যে একটা সন্ধি করতে সোমবার লক্ষ্ণৌতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুলায়ম। সেখানেই কাকা-ভাইপোর মধ্যে তিক্ততা স্পষ্ট হয়ে গেল। এমনকি, গোলমাল থামাতে গিয়ে প্রকাশ্যে ঝগড়া বেধে গেল মুলায়ম আর অখিলেশের মধ্যেও। এর পরে দলের ভাঙন ঠেকানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কয়েক মাস পরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই হয়তো দল ভেঙে বেরিয়ে এসে নতুন দল গঠন করতে পারেন অখিলেশ। সমাজবাদী পার্টির ফের ক্ষমতায় ফেরবার বিশেষ সম্ভাবনা এই মুহূর্তে উজ্জ্বল নয়। ক্ষমতাসীন দলের ভাঙনের সম্ভাবনায় উল্লসিত রাজ্যের বিরোধী দলগুলি।

XS
SM
MD
LG