অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মেশিন নয়, ব্যালটে ভোটগ্রহণ চায় ১৬টি বিরোধী দল


ভারতে সত্তরের দশকে ব্যালটে ভোটগ্রহণ প্রথা নির্বাচন কমিশন বাতিল করে দিতে বাধ্য হয়েছিল ব্যাপক কারচুপি, ভোট লুট ও রিগিং বন্ধ করবার জন্য। এখন ১৬টি বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেছে, মেশিনে এমনই কারচুপি করা হয়েছে যে কেবল বিজেপি প্রার্থীদেরই জয় হচ্ছে।

এই প্রতিনিধিদের মধ্যে কংগ্রেস নেতারা থাকলেও এ প্রশ্নে দল বিভক্ত। প্রাক্তন আইনমন্ত্রী তথা দলের প্রবীণ নেতা বীরাপ্পা ময়লি বলেন, ভোটে হেরে গেলেই মেশিনে কারচুপির অভিযোগ করে সব দলই। মেশিন নিয়ে সত্যি অভিযোগের কারণ নেই। কর্মীদের চাঙ্গা রাখতেই নেতারা মেশিনের ওপর দোষ চাপান। ব্যালট প্রথায় ফিরলে নির্বাচনে নৈরাজ্য ফিরে আসবে এমনই আশঙ্কা নির্বাচন কমিশনের। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG