অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইশারা


ভারতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইশারা দেখা যাচ্ছে। অনেক দিন ধরেই বিভিন্ন রাজ্যে দুই জাতীয় দল - কংগ্রেস আর বিজেপি-র বদলে কয়েকটি আঞ্চলিক দলের সরকার ক্ষমতায় আসছিল। কিন্তু গত কয়েক বছরে জাতীয় দলগুলির প্রভাব কমতির দিকে। একটি পর্য্যালোচনায় দেখা যাচ্ছে, ২০১২ থেকে গত চার বছরে দেশে মোট যে ৩০টি রাজ্যে নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি জিতেছে ১,০৫১টি আসন, কংগ্রেস ৮৭১টি। বাকি ২,১৯৫টি আসন পেয়েছে অন্যান্য দলেরা। বা, দুই জাতীয় দলের মিলিত আসন সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে অন্যান্য দলগুলির আসন প্রাপ্তি। এই প্রবণতা প্রতিফলিত প্রাপ্ত ভোটের সংখ্যাতেও। বিজেপি পেয়েছে ১২ কোটি ৬০ লক্ষ ভোট, কংগ্রেস ১১ কোটি ৮০ লক্ষ ভোট। কিন্তু অন্যান্য দলগুলি মিলে পেয়েছে একেবারে ৩৩ কোটি ৫০ লক্ষ ভোট। সাম্প্রতিক পাঁচ বিধানসভার নির্বাচনে কংগ্রেসের প্রাপ্তি ১১৫টি আসন, বিজেপি-র ৬৪টি, আর অন্যান্য দলের ৬৪৩টি আসন। এই ঝোঁক যতই জোরালো হবে, ততই ভারতবর্ষের শাসনভার বিজেপি আর কংগ্রেসের বদলে সরে যাবে আঞ্চলিক দলগুলির জোটের হাতে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG