অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ব্রহ্মপুত্রের জলে কিসের দূষণ?


কিসের দূষণে ব্রহ্মপুত্র নদের জলে রং বদলে কালচে হয়ে পড়েছে? জলে কাদা, ঘন আর সিমেন্ট জাতীয় কিছু যেন মিশে রয়েছে জলে? এ রহস্যের কিনারা করতে নদীর ৭০০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ থেকে ১৫ জায়গার জল সংগ্রহ করে অসম সরকার তা পরীক্ষার জন্য পাঠিয়েছে হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি আর গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে। তারাই জানাবে কি থেকে এল এই দূষণ? নদীর দূষণের কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই জানিয়েছেন অসম ও অরুণাচল রাজ্যের দুই বিধায়ক। গুজব, চিন নাকি ব্রহ্মপুত্রের জল অন্য পথে চালনা করতে ১,০০০ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণ করছে এবং এই দূষণ তারই কারণে ঘটে থাকতে পারে। এ কথার সরকারি সমর্থন অবশ্য মেলে নি। কিন্তু ব্রহ্মপুত্রের জল নিয়ে চিন কি করতে চায়, তা নিয়ে ভারতের দীর্ঘ দিনের উদ্বেগ রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG