অ্যাকসেসিবিলিটি লিংক

কাতার এয়ারওয়েজ ভারতে একটি বিমান সংস্থা গড়বে


Qatar Airlines
Qatar Airlines

দীর্ঘ দিনের নীতি বদল করে ভারত সরকার গত জুন মাসে ঘোষণা করে, এ বার থেকে সম্পূর্ণ বিদেশী মালিকানায় বিমান সংস্থা গড়া যাবে ভারতে। দোহার কাতার এয়ারওয়েজ-এর প্রধান আকবর আলি বকের জানাচ্ছেন, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি-র সঙ্গে হাত মিলিয়ে ভারতে একটি বিমান সংস্থা গড়বেন তাঁরা। যাত্রী সাচ্ছন্দ্যের নিরিখে বিশ্বের শ্রেষ্ঠতম বিমান সংস্থাগুলির অন্যতম বলে পরিগণিত কাতার এয়ারওয়েজ। এখন দেশের তিন বিমান সংস্থায় আংশিক বিদেশী মালিকানা রয়েছে - জেট এয়ারওয়েজ, ভিস্তারা আর এয়ার এশিয়া। ভারতে বিমানযাত্রীরা এখন আরও ভাল মানের পরিষেবা আশা করতেই পারেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG