অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ভারত মৈত্রী রেডিও ‘আকাশবাণী মৈত্রী’ সম্পর্কের এক নতুন অধ্যায়: ভারতের রাষ্ট্রপতি


ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই ২০০৮ সালের ১৪ই এপ্রিল প্রথম চালু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। এরপর আবার দুই বাংলার সৌভাতৃত্ব ও সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করার লক্ষ্যেই আজ উদ্বোধন হল কলকাতার রাজভবনে ‘আকাশবাণী মৈত্রী’ রেডিও চ্যানেল।

এদিন বাংলাদেশ ভারত মৈত্রী রেডিও ‘আকাশবাণী মৈত্রী’ চ্যানেলের শুভ সূচনা করে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় সংযোজিত হবে বলে আশা প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সাথে তিনি বলেন, এই অভিনব প্রয়াস শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কিংবা পাশ্ববর্তী অঞ্চলগুলিতেই নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশের বাঙালীদের কাছে পৌঁছাবে।

আজ ভারতীয় সময় সকাল এগারোটা নাগাদ কলকাতার রাজভবনে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বাংলাদেশ-ভারত মৈত্রী রেডিও’র আনুষ্ঠানিক সূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, প্রসার ভারতীর মুখ্য কার্যনিবাহী আধিকারিক জহর সরকার, আকাশবাণীর মহানির্দেশক ফৈয়াজ শাহরীয়র সহ দূরদর্শণ আকাশবানীর উচ্চ পদস্থ আধিকারীকেরা।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG