অ্যাকসেসিবিলিটি লিংক

ছাব্বিশে জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার আশংকা গোয়েন্দাদের


অনুষ্ঠান কিংবা কোনো বিশেষ দিনের জন সমাগমে বা কোনো জনবহুল এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রচলিত ছক জঙ্গি সংগঠনগুলোর মধ্যে। তবে এবার তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন হয়েছে। তারা এবার মানুষ না পোষ্যকে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহারের ছক কষেছে আগামী ছাব্বিশে জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবসে। গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই খবরের ভিত্তিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যান্টি টেরর ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছে। এমনকি গোপন সূত্রে খবর রয়েছে দিল্লি, মুম্বাই এবং আমদাবাদের মতো শহরগুলোতে এই হামলা হতে পারে।

গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা ঠাণ্ডার সুযোগ নিয়ে কুকুর, বিড়াল, খরগোশকে শীত পোশাক পরিয়ে তার মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে দিতে পারে। এমনকি বিস্ফোরকগুলো অস্ত্রোপচার করেও পশুদের শরীরে ঢুকিয়ে দেওয়া হতে পারে। তারপর পোষ্যদের অনুষ্ঠানস্থলে নিয়ে গিয়ে হামলা চালানোর আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটিএসকে কুকুরদের নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছে। আশঙ্কা করা হয়েছে হয়তো তাদের শরীরের ভেতরে অস্ত্রোপচার করে রাখা থাকবে বিস্ফোরকগুলো। তারপর সুযোগ মত ঘটানো হবে বিস্ফোরণ। সারা দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাকে এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। তবে দিল্লির নিরাপত্তা আধিকারিকদের একটু বেশিই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লির সমস্ত এলাকার ওপর বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর বলে সরকারী সূত্রের খবর।

XS
SM
MD
LG