পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের কর্মযজ্ঞের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং। কলকাতায় বণিকসভার এক আলোচনাচক্রে যোগ দিয়ে তিনি বলেন, ভারতের পূর্বদিকের যে সব রাজ্যে উন্নয়নের গতি শ্লথ, সেগুলির উপর কেন্দ্রীয় সরকার বিশেষভাবে নজর দিয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার চায়, দেশের সমস্ত প্রদেশই স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে জোরদার করতে সরকার সচেষ্ট। যার ফল ইতিমধ্যে পাওয়া গিয়েছে। আগামী দিনে এর সুফল আরও মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের ১০০টি গ্রামকে বাছাই করা হয়েছে। যেখানে ২৪ ঘন্টা জল, বিদ্যুৎ, নিকাশি, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই প্রকল্পের আওতায় আরও বেশ কিছু গ্রামকে নিয়ে আসা হবে।
এদিন গ্রামোন্নয়নমন্ত্রী স্বচ্ছ ভারত প্রকল্পের বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, রাজ্যের গ্রামে গ্রামে শৌচালয় নির্মাণে কেন্দ্রীয় সরকার ইতিহাস সৃষ্টি করেছে। রাজ্যে রাজ্যে এই প্রকল্প কার্যকর করতে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।