মঙ্গলবার, ৩১ মে বিশ্ব ধূমপান-বিরোধী দিবস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের সাড়ে ২৭ কোটি ধূমপায়ীদের মধ্যে ১৪ শতাংশের বয়স ১৫ বছরের নিচে। কলকাতায় এক সমীক্ষায় দেখে গিয়েছে, শহরের এক-তৃতীয়াংশ স্কুলছাত্রই ধূমপানে অভ্যস্ত। কেউ কেউ তো ক্লাস ফাইভ-সিক্সেই সিগারেটে প্রথম সুখটানটি দেয়। `ডায়াবেটিস অ্যাওয়্যারনেস অ্যান্ড ইউ` নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা এই সমীক্ষাটি চালিয়ে এই তথ্য পেয়েছে। এক প্রখ্যাত ক্যানসার চিকিতসক বলেন, ঠোঁটে সিগারেট ঝোলাতে পারলেই রাতারাতি পুরুষ হয়ে ওঠা যাবে, এই ধারণা থেকেই অনেক কিশোর সিগারেটের বিপজ্জনক অভ্যেসের পথে পা বাড়ায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রস্তাব, এখন থেকে স্কুলপাঠ্যেই রাখা হোক সিগারেট থেকে ক্যানসারের ভয়ঙ্কর বিপদ সম্পর্কে সচিত্র তথ্যাবলী। অন্য দিকে, সিগারেট ছাড়তে গেলে গোড়ার দিকে নেশাড়ুদের যে সব অসুবিধে হয়, তার সমাধানের কথা তুলে ধরে স্বাস্থ্য আধিকারিকদের সক্রিয় উদ্যোগও দরকার বলে মনে করছে মন্ত্রক।
এ বিষয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।