অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ ও সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে


Solar Panel
Solar Panel

অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে আরও উদ্যোগী পশ্চিমবঙ্গ ৷ বিদ্যুতের জোগান বাড়াতে এবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ জাতীয় অপ্রচলিত শক্তি দিবস৷ এই দিনটিকে মাথায় রেখে রাজ্যের নয়া প্রকল্প আলোশ্রী’র ঘোষণা করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এক টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন , ‘‘বিদ্যুতের অপচয় রুখতে ও খরচে লাগাম টানতে অপ্রচলিত শক্তি ব্যবহারে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অপ্রচলিত শক্তির ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের নবতম প্রকল্প আলোশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত দপ্তরের ছাদে বসানো হবে বিশেষ একটি সোলার প্যানেল৷’’

গোটা বিশ্বজুড়ে বাড়তে থাকা উষ্ণায়ন রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউনেসকো৷ প্রচলিত শক্তির ব্যবহার যথাসম্ভব এড়িয়ে সৌর ও বায়ু এবং জলবিদ্যুৎ শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে৷ দেশ ও রাজ্যে বিক্ষিপ্তভাবে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সমস্ত সরকারি দপ্তরে অপ্রচলিত শক্তি ব্যবহারের উদ্যোগ এই প্রথম৷

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG