অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে শুক্রবারে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক


Activists of a trade union group stop motorcyclists to keep vehicles off the road during a daylong nationwide strike in the eastern Indian city Bhubaneswar, India, Wednesday, Sept. 2, 2015.
Activists of a trade union group stop motorcyclists to keep vehicles off the road during a daylong nationwide strike in the eastern Indian city Bhubaneswar, India, Wednesday, Sept. 2, 2015.

শেষ পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা শুক্রবারের দেশব্যাপী সাধারণ ধর্মঘট থেকে সরেই গেল বিজেপি-ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সভা বা বিএমএস। তারা বলছে, তাদের ১২টি দাবির মধ্যে ফয়সালা হয়ে গিয়েছে ৪টির। অন্য দাবিগুলি নিয়ে আলোচনার জন্য মোদি সরকার ৫ মন্ত্রিকে নিয়ে কমিটি করে দিয়েছে। এই পরিস্থিতে ধর্মঘটে যাওয়ার প্রয়োজন দেখছে না তারা। বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে সদস্য সংখ্যার বিচারে সবচেয়ে বড় এই বিএমএস। তবে তারা সরে গেলেও কংগ্রেস-ঘনিষ্ঠ আইএনটিইউসি কিংবা সিপিআই-ঘনিষ্ঠ এআইটিইউসি অথবা, সিপিএম-ঘনিষ্ঠ সিটু সংগঠনগুলি ধর্মঘটের সিদ্ধান্তে অবিচল। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্মঘট ব্যর্থ করতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি নির্দেশ জারি হয়েছে, দোসরা সেপ্টেম্বর, শুক্রবার তো বটেই সরকারি কর্মীদের অফিসে হাজিরা থাকা বাধ্যতামূলক তার আগের দিন, পয়লা সেপ্টেম্বর এবং পরের সোমবার, চৌঠা সেপ্টেম্বর।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG