ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে সেনা-জঙ্গি সংঘর্ষে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের তিন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছেন অসম রাইফেলসের এক জওয়ান। আহত আরো তিন জওয়ান।
গতকাল ভারতীয় সময় বেশী রাতে মন জেলার লাপ্পায় টহলদারির সময় একটি গাড়িকে আটকান অসম রাইফেলসের জওয়ানরা। তখনই গাড়ির আরোহীরা সেনাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। মৃত্যু হয় মেজর পদমর্যাদার এক অফিসারের। আহত হন তিন সেনা জওয়ান। এরপরই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় তিন জঙ্গির। বেশ কয়েকঘন্টা গুলির লড়াই চলে। পরে মৃত তিন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন বলে সংবাদ সংস্থার খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।