ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর ইসলামিক স্টেট ফর ইরাক সিরিয়ার (আইএস) মতো জঙ্গি সংগঠন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেই জেহাদি নিয়োগ করছে। তাদের কর্মসূচি থেকে শুরু করে নির্দেশ, সবকিছুই যাচ্ছে এই সমস্ত সাইটের মাধ্যমে। যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দাদের কাছে।
নাশকতার ঘটনা ঘটে যাওয়ার পর কোন কোন সাইটকে ব্যবহার করে আইএসসহ জঙ্গিরা কাজ চালিয়েছে, তা ট্র্যাক করতে রীতিমতো কালঘাম ছুটেছে অফিসারদের। আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের ব্যবহার করা আইডির উপর কোনও নজরদারির ব্যবস্থা না থাকায় তাদের কাজকর্ম চালানো অনেক সুবিধাজনক হয়ে গিয়েছে। এবার তাদের গতিবিধি ও কার্যকলাপের উপর নজরদারি চালাতে আলাদা ‘সাইবার ক্রাইম ইউনিট’ গড়ছে স্বরাষ্ট্র মন্ত্রক। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) ধাঁচেই এই ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।