অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে অনুমোদন পেল দুটি ভ্যাকসিন 


ভারত সরকার, তাদের বৃহত্তম টিকা কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে দুটি ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে I দুটি ভ্যাকসিনের মধ্যে একটি হচ্ছে, ASTRA ZENECA ও অন্যটি ভারত বায়োটেক কোম্পানির উদ্ভাবিত I দুটি ভ্যাকসিনই ভারতে উৎপাদিত হবে I ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী টুইটার বার্তায় বলেছেন, "প্রত্যেকটি ভারতীয় জনগণ আজ গর্বিত বোধ করছেন, কারণ জরুরি অনুমোদিত দুটি ভ্যাকসিনই ভারতে প্রস্তুতকৃত I

সাম্প্রতিক সপ্তাহগুলিতে কর্তৃপক্ষ, সংরক্ষণের জন্য ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থা উন্নতকরণ এবং হাজার হাজার স্বাস্থ্যকর্মীদের সঠিক টিকাদানের প্রশিক্ষণ দিয়েছেন I ভারতে কয়েকদিনের মধ্যেই বৃহৎ এক টিকা কর্মসূচি হাতে নেয়া হবে, শনিবার যার মহড়া সম্পন্ন হয় I

XS
SM
MD
LG