অ্যাকসেসিবিলিটি লিংক

টেকনিশিয়ান ও প্রযোজকদের মধ্যে মতানৈক্যের ফলে শুটিং বন্ধ


madhobi
madhobi

টলিউডের স্টুডিও পাড়ায় টেকনিশিয়ান ও প্রযোজকদের মধ্যে মতানৈক্যের ফলে বাংলা টিভি সিরিয়ালের শুটিং গত শনিবার থেকে বন্ধ রয়েছে। বকেয়া বেতন এবং ওভার টাইমের দাবিতে কলাকুশলীরা কাজ বন্ধ রেখেছেন।

আগে বিভিন্ন সিরিয়ালের যে পর্বগুলোর শুটিং হয়ে গিয়েছিল, সেগুলো মাত্র দিন দুয়েক চালানো গিয়েছে। সোমবার থেকেই চলছে রিপিট শো। ফলে দর্শকরা অধৈর্য হয়ে উঠছেন। তার চেয়েও বড় কথা, বাংলা সিরিয়ালের ওপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখখানেক মানুষের জীবিকা নির্ভর করে। প্রযোজকদের সঙ্গে ফিল্ম কলাকুশলীদের সংস্থা আর্টিস্টস ফোরামের একের পর এক বৈঠক ব্যর্থ হয়েছে। আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল ভবনে বৈঠকেও জট খোলেনি। কলাকুশলীদের দাবি, বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে এবং বেশি সময় কাজ করালে ওভার টাইম দিতে হবে। তাঁদের এই ন্যায্য দাবির পক্ষে অভিনেতা প্রসেনজিৎ, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ সকলেই আছেন। কিন্তু প্রযোজকেরা দর কষাকষি চালিয়ে যাচ্ছেন। বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অবশ্য মনে করেন, কলাকুশলীদের টাকার ব্যাপারটা অত না ভাবাই ভালো। কারণ প্রযোজকেরা অন্য ব্যবসায় চলে গেলে বাংলার শিল্পী ও কলাকুশলীদের ক্ষতি হবে সবচেয়ে বেশি..আপাতত নানা রকম চাপান উতোরের মধ্যে পড়ে আসল সমস্যা বিশ বাঁও জলে।

কলকাতা সংবাদাদাতা দীপংকর চক্রবর্তীর প্রতিবেদনে শুনুন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00

XS
SM
MD
LG