ভারতের পুর্বাঞ্চলে কর্মকর্তারা বলেছেন একটি ট্রেন, হিন্দু তীর্থযাত্রীদের একটি দলের উপরে গিয়ে পড়ে। ওই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয় আহত হয় বিপুল সংখ্যক মানুষ।
কর্তৃপক্ষ বলেছে বিহার রাজ্যে সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা অরুনেন্দ্র কুমার বলেন রাজ্য রানী একসপ্রেস ট্রেনকে না থেমে ওই স্টেশান দিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়।
কুমার বলেন ওই দুর্ঘটনা ঘটে কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম ছেড়ে লাইনের উপরে যায়।
ট্রেনটি থামে স্টেশন ছেড়ে কয়েকশো মিটার দুরে। স্থানীয় কর্মকর্তারা বলেন ক্ষুব্ধ প্রত্যক্ষদর্শৌরা ট্রেনচালক কে প্রহর করে। তারা কয়েকটি বগিতে আগুন লাগিয়ে দেয়।
কর্তৃপক্ষ বলেছে বিহার রাজ্যে সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা অরুনেন্দ্র কুমার বলেন রাজ্য রানী একসপ্রেস ট্রেনকে না থেমে ওই স্টেশান দিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়।
কুমার বলেন ওই দুর্ঘটনা ঘটে কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম ছেড়ে লাইনের উপরে যায়।
ট্রেনটি থামে স্টেশন ছেড়ে কয়েকশো মিটার দুরে। স্থানীয় কর্মকর্তারা বলেন ক্ষুব্ধ প্রত্যক্ষদর্শৌরা ট্রেনচালক কে প্রহর করে। তারা কয়েকটি বগিতে আগুন লাগিয়ে দেয়।