ভরতের রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে মুম্বাইয়ে একটি ট্রেনের ধাক্কা লেগে চারজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সকালে ঐ শ্রমিকরা ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে কাজে যাচ্ছিল । ঘটনাটি ঘটে কুরলা ও বিদ্দ্যাবিহার রেল স্টেশনের মাঝামাঝি এলাকায়। বিশ্বের সবচাইতে বৃহৎ রেলযোগাযোগ সংস্থার একটি হচ্ছে ভারতের রেলযোগাযোগ। ভারতে রেল দুর্ঘটনা খুব সাধারণ বিষয়। প্রতিদিন ২কোটি মানুষ রেলে চলাচল করেন।