অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সংঘাত বেড়েছে


India US Trade
India US Trade

জুন মাস থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সংঘাত বেড়ে যায় যখন ওয়াশিংটন ভারত থেকে আমদানীকৃত পণ্যের যে সুযোগ ছিল তা বন্ধ করে দেয়।জেনারেলাইযড সিস্টেম অফ প্রেফারেন্স (GSP)র অধীনে ভারত থেকে আমদানী করা ৬০০ কোটি ডলারের পণ্যের উপর অতি স্বল্প বা কোন শুল্কই দিতে হতো না। জিএসপির অধীনে যে সব দেশ এই সুবিধা পেতো সেইতালিকার শীর্ষে ছিল ভারত। জিএসপির লক্ষ্য ছিল ১২০টিরও বেশী উন্নয়নশীল দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে সাহায্য করা।এর জবাবে নতুন দিল্লী ২৮টি আমেরিকান পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে।

XS
SM
MD
LG