অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে দীর্ঘ মেয়াদী ভিসা নিয়ে আগত লোক জনদের বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব


India
India

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভা, পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে দীর্ঘ মেয়াদী ভিসা নিয়ে যে সমস্ত সংখ্যালঘু নাগরিক ভারতে আসছেন, তাঁদের কিছু বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সংখ্যালঘু নাগরিক বলতে মূলত হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কথাই বোঝানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনের ফলে এখন থেকে ওইসব নাগরিকরা এদেশে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট যেমন খুলতে পারবেন, তেমনই সম্পত্তিও কিনতে পারবেন। এদেশে থেকে নিজেদের রোজগারের পথও খুঁজে নিতে পারবেন। যে রাজ্যে তাঁরা বসবাস করছেন, সেই রাজ্যের যে কোনও স্থানে তাঁরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং আধার নম্বরও তৈরি করানো যাবে দীর্ঘ মেয়াদী ভিসা নিয়েই। এমনকী নির্দিষ্ট সময়ের পরে ভিসার মেয়াদ বৃদ্ধি না করলেও কোনও শাস্তি কার্যকর করা হবে না তাঁদের উপর। পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের রেজিস্ট্রেশন ফি’র পরিমাণও তিন থেকে পনেরো হাজার টাকা তা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে কেন্দ্রীয় সরকারী সূত্রের খবর।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG