অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় জলের অপচয় বিস্তর


ভারতের শহরগুলির মধ্যে সবচেযে অবাধ জলের ব্যবহার কলকাতায়-গড়ে দৈনিক মাথাপিছু জল ব্যবহার ৬০০ লিটার। তুলনায় চেন্নাইতে ৮৪ লিটার, ব্যাঙ্গালোরে ১০০ লিটার, মুম্বইতে ১৭০ লিটার ইত্যাদি। চাইলেই জল মেলে বলেই কলকাতায় জলের অপচয়ও বেশি।বৃষ্টির জল যে মাটির নিচে গিয়ে ভূগর্ভস্থ জল ভাণ্ডার পুষ্ট করবে, তা-ও সম্ভব হচ্ছে না শহরে মাঠঘাট কংক্রিটে চাপা পড়ে যাচ্ছে বলে। শনিবার এক সেমিনারে রাজ্যের নগরোন্নয়ন সচিব সুব্রত গুপ্ত সতর্ক করে দিয়ে বলেন, জল ব্যবহারে সচেতন না হলে কলকাতাও ভবিষ্যতে জল সঙ্কটের শিকার হবে। জল আজ অঢেল বলেই বরাবরই কলকাতা এই সুবিধে উপভোগ করবে, তেমন ভাবলে ভুল হবে। অপচয় বন্ধ করতেই হবে।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG