অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভার অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং কংগ্রেস বিধায়করা


আজ পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলাকালীন একপ্রকার হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং কংগ্রেস বিধায়করা।পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে আসরে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

ঘটনার সূত্রপাত, কংগ্রেস বিধায়ক প্রতিমার রজকের একটি প্রশ্ন ঘিরে। বড়ঞার বিধায়ক পরিবহণ মন্ত্রীকে প্রশ্ন করেন, “সরকারি বাসগুলিতে এখন যে লোক নেওয়া হচ্ছে, সেগুলি কি সরকারি নিয়ম মেনে হচ্ছে? আমার কাছে খবর আছে, মোটা টাকার বিনিময়ে বাসে কর্মী নিয়োগ হচ্ছে। একেক জনকে নিয়োগ করার জন্য ৩-৪ লক্ষ টাকা নেওয়া হচ্ছে।” কংগ্রেস বিধায়কের এই প্রশ্নে প্রচন্ড রেগে যান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কংগ্রেস বিধায়ক মিথ্যা অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারী বলেন,”উনি যে অভিযোগ করছেন, তা হয় প্রমাণ করতে হবে। না হয় বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে।” এহেন পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় , পরবর্তীতে আসরে নামেন বাম ও কংগ্রেসের অন্যান্য বিধায়করা। এরপর আসরে নামেন তৃণমূল বিধায়করাও। একপ্রকার হাতাহাতি শুরু হয়ে যায় বাম-কংগ্রেস এবং তৃণমূল বিধায়কদের মধ্যে। বাধ্য হয়ে আসরে নামতে হয় মুখ্যমন্ত্রীকে। ওয়েলে নেমে দু’পক্ষের বিধায়কদের ধমক দেন তিনি। নিজের দলের বিধায়কদেরও ভর্ৎসনা করেন মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট।


XS
SM
MD
LG