অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইউনিফায়েড কম্যান্ডের ধাঁচে একটি বর্ডার প্রোটেকশন গ্রিড তৈরি করা হবে: রাজনাথ সিং


বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া পূর্ব ভারতের পাঁচ রাজ্যতে রোহিঙ্গাদের ঢোকা ও অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে অধিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ, অসম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই তিনি জানান, শীঘ্রই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইউনিফায়েড কম্যান্ডের ধাঁচে একটি বর্ডার প্রোটেকশন গ্রিড তৈরি করা হবে।এই প্রসঙ্গে রাজনাথ সিং বলেন চার হাজার ছত্রিশ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তকে নিশ্ছিদ্র করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে এই গ্রিড। এতে বহুস্তরীয় নিরাপত্তা-বলয় থাকবে। সেই সাথে রাজনাথ সিং জানান, এই গ্রিডে থাকবে ফিজিক্যাল ব্যারিয়ার , নন-ফিজিক্যাল ব্যারিয়ার , নজরদারি, গোয়েন্দা তথ্য, রাজ্য পুলিশ, বিএসএফ এবং অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা। একই সংগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, রোহিঙ্গা ও অন্যান্য অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকা ঠেকাতে রাজ্য সরকারগুলিকে আরও সতর্ক থাকতে হবে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG