অ্যাকসেসিবিলিটি লিংক

চলতি সপ্তাহেই উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভারত-চিন সীমান্ত ঘেঁষে রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে


ভারতে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে চিন সীমান্তে রাস্তা তৈরির কাজ। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভংশ ভ্যালিতে ভারত-চিন সীমান্ত ঘেঁষে এই রাস্তা তৈরি করা হচ্ছে। আগামী চার মাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এই অংশের রাস্তা, কারণ সেই পথ দিয়েই জিনিসপত্র নিয়ে যাবে ভারতীয় সেনাবাহিনী। শুধুমাত্র রবিবার করে ওই রাস্তা খোলা থাকবে বলে জানিয়েছেন ধারচুলার সাব ডিভিশনাল ম্যানেজার আরকে পান্ডে।সীমান্তবর্তী দশটি গ্রামের আদিবাসী বাসিন্দাদের রবিবারই নিচু এলাকায় নেমে যেতে বলা হয়েছে। এই বাসিন্দারা প্রত্যেক শীতেই নিচু এলাকায় গিয়ে বসবাস শুরু করেন। তাদের আরও আগে নেমে যেতে বলা হয়েছে। তাতে রাস্তা নির্মাণের কাজ করতে সুবিধা হবে। ঘাটিবাগার থেকে চিন সীমান্তে ভারতীয় সেনার শেষ পোস্ট লিপুলেখ পাস পর্যন্ত ওই রাস্তা তৈরি করা হবে।আরকে পান্ডে, জানান, যে রাস্তার মাধ্যমে গ্রামগুলির সঙ্গে উপত্যকার অন্যান্য জায়গা সংযুক্ত রয়েছে, সেই রাস্তাটি সোমবার থেকে দুহাজার আঠারো-র তেসরা এপ্রিল পর্যন্ত বন্‌ধ থাকবে।এই রাস্তা তৈরি হলে খুব সহজেই ভারতীয় সেনা অস্ত্রশস্ত্র নিয়ে খুব সহজেই চিন সীমান্তের দিকে এগিয়ে যেতে পারবে। আজই এই কাজ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। প্রজেক্টের কর্মকর্তারা জানিয়েছেন, জরুরিকালীন অবস্থায় ভারতীয় সেনার শেষ পোস্টে পৌঁছনো সহজ হবে এই রাস্তা দিয়ে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG