অ্যাকসেসিবিলিটি লিংক

দীর্ঘ দুমাস পর ভারত ভূটান চীন সীমান্তের ডোকলাম বিতর্কের সমাধান মিলল


দীর্ঘ দুমাস পর ভারত ভূটান চীন সীমান্তের ডোকলাম বিতর্কের সমাধান মিলল। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ডোকলাম থেকে দু’পক্ষই সেনা সরিয়ে নিচ্ছে।বিদেশ মন্ত্রক বলেছে, ডোকলাম অচলাবস্থা মেটাতে শেষ কয়েক সপ্তাহ ধরে ভারত ও চিন পরস্পরের মধ্যে কূটনৈতিক আলোচনা চালাচ্ছিল। এই আলোচনায় ভারত তাদের স্বার্থ ও আগ্রহের ব্যাপারে চিনকে বোঝাতে পেরেছে।এর ভিত্তিতে ডোকলামে দুপক্ষের সেনা কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলছে এই প্রক্রিয়া। প্রসংগত বলা যেতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস বৈঠকে যোগ দিতে চিন যাবেন। তার আগে দু’দেশের মধ্যে এই বরফ গলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।পূর্ব হিমালয়ে ভুটানের ডোকা লা বা ডোকলাম এলাকায় জুন মাসে সেনা পাঠিয়ে রাস্তা নির্মাণ শুরু করে চিন। ভুটানের জমি বাঁচাতে অঙ্গীকারবদ্ধ ভারত সেই কাজ রুখতে সেনা পাঠিয়ে দেয়। তখন থেকেই দুমাস ধরে ভুটানে ভারত ও চিন দু’পক্ষের তিনশো করে সেনা পরস্পরের মুখোমুখি ছিল বলে খবর।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG