অ্যাকসেসিবিলিটি লিংক

এক বছরের মধ্যে প্রহরীহীন সব ক্রসিং-এ প্রহরী নিয়োগ করা চাই: নতুন রেল মন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশ


দিনে দিনে ভারতে ট্রেন সফর বিপজ্জনক হয়ে উঠছে। বৃহস্পতিবার এক দিনেই তিন-তিনটি লাইনচ্যূতির ঘটনা ঘটল। নতুন রেল মন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশ, ১ বছরের মধ্যে প্রহরীহীন সব ক্রসিং-এ প্রহরী নিয়োগ করা চাই। কিন্তু আসল সমস্যা তো রেল লাইনের স্বাস্থ্য । গত ১৫ বছরে যাত্রী ট্রেন বেড়েছে ৫৬%, মালগাড়ি ৫৯%। কিন্তু লাইন বেড়েছে ১২% মাত্র। এমন অবস্থা, লাইনের রক্ষণাবেক্ষণেরও সময় মেলে না। প্রতি বছর পুরনো লাইনের বদলে নতুন লাইন বসানোর যা লক্ষ্য, তা-ও পূরণ হয় না। এ দিকে, রেল চলাচলের নিরাপত্তাতেও বরাদ্দের চেয়ে কর্মীর সংখ্যা ১৬% কম। এই অবস্থায় ট্রেন নিরাপদে চলবে কেমন করে? কিন্তু ভারতের মানুষ রেলের ওপর বিপুল ভাবে নির্ভরশীল। তাঁরা যাবেন কোথায়?

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG