অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে আমন্ত্রিত নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা


আগামী পঁচিশে মে রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে সংশ্লিষ্ট জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যেতে পারে বিশ্বভারতীর এবারের সমাবর্তন উৎসবে আমন্ত্রিত বিশ্বভারতীর আচার্য প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে আমন্ত্রিত-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সমাবর্তনে যোগদেবেন এবং ঐদিনই বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনেরও উদ্বোধন করবেন শেখহাসিনা-।

প্রসংগত বলা যেতে পারে এর ফলে, বিশ্বভারতীর এবারের সমাবর্তনের একমঞ্চে আসতে চলেছেন নরেন্দ্র মোদী-মমতা বন্দোপাধ্যায় এবং শেখ হাসিনা। এমতবস্থায় শান্তিনিকেতনের মাটিতে তাই তিস্তার জলবণ্টন সঙ্কট নিয়ে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে দেশ ও রাজ্যের রাজনৈতিক মহলের। উল্লেখ করা যেতে পারে এরপর আগামী ছাব্বিশে মে আসানসোলে যাবেন মুখ্যমন্ত্রী। তার কারন ঐদিন আসানসোলের কাজীনজরুল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা কে ডিলিট উপাধি প্রদান করে সম্মানিত করবেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুদিনের ভারত তথা এই পশ্চিমবঙ্গ সফর সূচীতে থাকছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ী পরিদর্শন ও দক্ষিণ কলকাতার এলগিণ রোডে অবস্থিত নেতাজী সুভাস চন্দ্র বসুর বাড়ী নেতাজী ভবন পরিদর্শন সেই সঙ্গে পঁচিশেমে কলকাতার এক বেসরকারী হোটেলেও শ্রীমতী হাসিনার এক ইফতার পার্টিতেও যোগদানের করার কথা আছে।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG