অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় পালাবদল ঘটতে চলেছে


এমন ফলাফল প্রত্যাশিতই ছিল। রাজ্যের ৭ পুরসভার ১৪৮ ওয়ার্ডে তৃণমূলের জয় ১৪০টিতে। বিজেপি পেয়েছে ৬টি, বাম ও নির্দল ১টি করে। কংগ্রেস শূন্য। দুটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে - রাজ্যে কংগ্রেস আর বামেরা পিছিয়ে পড়তে থাকায় সেই শূন্যস্থানে নিশ্চিত ভাবেই এগিয়ে আসছে বিজেপি। এক সময়কার মহা দাপুটে কংগ্রেস আর বামপন্থীদের সামনে আজ আক্ষরিক অর্থেই অস্তিত্বের সঙ্কট। মোট ভোটের৬৭.৯% পেল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেল ১৮.৭%, বামেরা ৭.৫% ও কংগ্রেস ২.৬%। তৃণমূল-বিরোধী ভোটদাতারা ক্রমশ জড়ো হচ্ছেন বিজেপির পতাকাতলে। রাজ্য রাজনীতিতে যে বড় পালাবদল ঘটতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত। বাকি দেশেও যেমন বিজেপি-র জয়জয়কার, পশ্চিমবঙ্গও যেন সেই দিকেই ধাবমান।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG