অ্যাকসেসিবিলিটি লিংক

মার্কিন রেটিং সংস্থা মুডিজ ভারতের অর্থনীতির নতুন রেটিং দিয়েছে


মার্কিন রেটিং সংস্থা মুডিজ ভারতের অর্থনীতির নতুন রেটিং-এ ভারতে ধার দেবার ঝুঁকি কমিয়ে দেওয়ায় খুশি বিজেপি নেতারা ভাবছেন, এর দৌলতে গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে তাঁদের সুবিধে হবে। কিন্তু বহু অর্থনীতিবিদের মতে, রেটিং আসলে যেটুকু বেড়েছে, তা নিয়ে হৈচৈ করবার কিছু নেই। এখনও তা বেশ নিচের দিকেই। সাধারণ মানুষের কাছে রেটিং বিষয়টি দুর্বোধ্য। তাঁরা বরং উদ্বেগে রয়েছেন দেশে নতুন কাজের সুযোগ না হওয়ার দুশ্চিন্তা এবং অর্থনীতির নানান সমস্যা নিয়েই। যে কোনও সরকারের কাছেই মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বিচারের শেষ কথা নির্বাচন। মানুষের রেটিং তো ভোটবাক্সেই। গুজরাটে ভোটের ফল মাসখানেকের মধ্যেই। সেটাই প্রকৃত রেটিং।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG