অ্যাকসেসিবিলিটি লিংক

জাল নোট পাচারের আতুরঘর পশ্চিম বঙ্গের মালদহ জেলা


ভারতের পশ্চিম বঙ্গের মালদহ জেলাকেই জাল নোট পাচারের আতুরঘর হিসাবে দেখছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এন আই এ। যে ভাবে এখান থেকে জাল নোট পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে তাতে রীতিমতো উদ্বিগ্ন এন আই এ'র আধিকারিকরা।

এন আই এ'র ডিজি শরদ কুমারের সঙ্গে দপ্তরের শীর্ষ আধিকারীকদের বৈঠকে এই প্রসঙ্গই উঠে আসে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর। বৈঠকে একই সঙ্গে এই নোট পাচার চক্রের সঙ্গে জড়িতরা কী ভাবে পাকগুপ্ত চর সংস্থা আই এস আই'য়ের এজেন্ট হিসাবে কাজ করছে তার তথ্য প্রমানও ডিজির সামনে তুলে ধরা হয়েছে বলেও জানা গেছে।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG