আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেশে আসছে তিনটি মাল্টিরোল কমব্যাট রাফালে ফাইটার জেট। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এপ্রিলের গোড়াতেই আরও ১৬টি ওমনি-রোল কমব্যাট রাফালে যুদ্ধবিমান দেশে এসে পৌঁছবে। এর মধ্যে অন্তত তিনটি যুদ্ধবিমান পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে বলে খবর।ভারতের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, আগামী নভেম্বরের ৫ তারিখের মধ্যেই ভারতের মাটি ছোঁবে তিন রাফালে যুদ্ধবিমান। এরপর জানুযারিতে তিনটি, ফেব্রুয়ারিতে পাঁচটি ও মার্চে সাতটি যুদ্ধবিমান পৌঁছে যাবে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে। অন্তর্ভুক্ত করা হবে গোল্ডেন অ্যারোজ বিভাগে। ইতিমধ্যে এই যুদ্ধবিমানগুলি ওড়ানোর প্রশিক্ষণ নিতে বায়ুসেনার পাইলটরা উড়ে গিয়েছেন ফ্রান্সে। সেখানে মাঝ আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরা-সহ একাধিক কারিগরি বিদ্যার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেই খবর।