গত ৩ বছরে ভারতীয় সেনাবাহিনীর ৩১০ জন অফিসার ও জওয়ানের মৃত্যু হয় আত্মহত্যা ও পারস্পরিক হত্যার কারণে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কনিষ্ঠ মন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন, ২০১৪ সালে এ বাবদ ৮৪ জন, ২০১৫ সালে ৭৮ জন ও ২০১৬ সালে ১০৪ জনের মৃত্যু হয়। গত ১৭ জুলাই কাশ্মীর সীমান্তে এক জওয়ান মাথা গরম করে ফেলে গুলি চালিয়ে দেওয়ায় মারা যান মেজর পদমর্যাদার এক অফিসার।
এই ক্রমবর্ধমান সংখ্যায় উদ্বিগ্ন সেনা কর্তারা নানান ব্যবস্থা নিচ্ছেন। যার মধ্যে রয়েছে কাজের পরিবেশের উন্নতি, ছুটিছাটার বেশি সুযোগ এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি। সুযোগ দেওয়া হচ্ছে ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক প্রশান্তি বৃদ্ধিরও।