অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নেতাদের হত্যার হুমকি দিয়েছে আই এস জঙ্গিরা


ভারতের রাজ্য সচিবালয়ে গত সপ্তায় এ মর্মে হুমকি পাওয়ার পর যে ইসলামিক স্টেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী মানোহার পারিকারকে হতা করবে , ভারতীয় কর্তৃপক্ষ এ সম্পর্কে তদন্ত কাজ শুরু করেছে। একটি পোস্ট কার্ডে লেখা এই হুমকিতে ইসলামিক স্টেট স্বাক্ষর করেছে বলে খবরে প্রকাশ । গোয়ায় পুলিশ বলছে এটি স্থানীয় ভাবে পোস্ট করা হয়।

আই এস স্বাক্ষরিত ঐ পোস্ট কার্ডে বলা হয় যেহেতু আপনারা গো মাংস খেতে দিচ্ছেন না , সেহেতু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারতে গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা সম্পর্কে তারা এই কথাটি বলেন।

আই এস দক্ষিণ এশিয়ায় সম্প্রসারিত হচ্ছে । যদি্‌ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বলেছেন যে ভারতে আই এস এর তরফ থেকে কোন রকম হুমকি নেই, সে দেশের জাতীয় গোএয়ন্দা সংস্থা প্রধান সতর্ক করে দিয়েছেন যে আই এস একটি প্রধান হুমকি হয়ে দাঁড়াতে পারে। মঙ্গলবারের সংবাদ প্রতিবেদনে বলা হয় যে এ বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের সময়ে আই এস এর তরফ থেকে সত্যিকারের হুমকি রয়েছে । ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ২৬শে জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা এবং তদন্ত সংস্থাগুলো এবং ১৩টি অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তারা এক বৈঠকে এই হুমকি মোকাবিলা নিয়ে আলোচনা করেন।

XS
SM
MD
LG