অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বহু লেখক


Activists of various Indian Muslim groups shout slogans against Indian prime minister Narendra Modi during a protest against the killing of a Muslim farmer, in New Delhi, India, Oct. 6, 2015.
Activists of various Indian Muslim groups shout slogans against Indian prime minister Narendra Modi during a protest against the killing of a Muslim farmer, in New Delhi, India, Oct. 6, 2015.

নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের আবহ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। মানুষের খাদ্যাভ্যাসের ওপর আঘাত আসছে। সাহিত্যিকেরা নিজেদের স্বাধীন চিন্তা অনুসারে লিখতে গিয়ে খুন হয়ে যাচ্ছেন। তারই প্রতিবাদে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন লেখকেরা। কিন্তু কবি মন্দাক্রান্তা সেন ছাড়া আর কোনও বাঙালি লেখক প্রতিবাদের ও পথে হাঁটেন নি। তাঁরা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে প্রতিবাদ পত্র লিখেছেন ও কলকাতায় মিছিলে হাঁটছেন। কিন্তু অ্যাকাডেমি কর্তারা বলছেন, সরকার তো অ্যাকাডেমি পুরস্কার স্থির করেন না। কাজেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে অ্যাকাডেমি পুরস্কারের কি সম্পর্ক? কেন্দ্রীয় অর্থমন্ত্রি অরুণ জেটলি বলেছেন, প্রতিবাদীরা লেখকের্ কংগ্রেস ও বামপন্থায় বিশ্বাসী। যে কোনও অজুহাতে মোদি সরকারকে সমালোচনাই এঁদের লক্ষ্য।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG