অ্যাকসেসিবিলিটি লিংক

তিনটি প্রতিষেধক নির্মাতা সংস্থাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার


ভারতে করোনা প্রতিষেধকের অভাব মেটানোর জন্য কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষেধক নির্মাতা সংস্থার সঙ্গে কথা বলেছে। ফাইজার, মডার্না আর জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, কেন্দ্রীয় সরকার আজ বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতে করোনার প্রতিষেধক নির্মাতা বিদেশি কোনও কোম্পানির আবেদন প্রত্যাখ্যাত হয়নি। ভারত সরকার বিদেশি ওষুধ নির্মাতাদের সঙ্গে কথা বলে যাতে তারা অবাধে এদেশে করোনা প্রতিষেধক সরবরাহ করতে পারে অথবা এখানে উৎপাদন করতে পারে, সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। মডার্না জানিয়েছে, তারা আসছে বছর, ২০২২ সালে প্রতিষেধক সরবরাহ করতে পারবে। তাদের এক ডোজের করোনা টিকা ১২ থেকে ১৭ বছর বয়েসিদের ক্ষেত্রেও যথেষ্ট ফলদায়ক হবে বলে মডার্নার দাবি।

তিনটি প্রতিষেধক নির্মাতা সংস্থাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার
please wait

No media source currently available

0:00 0:01:25 0:00
সরাসরি লিংক


ফাইজার বলেছে, তাদের তৈরি করোনা প্রতিষেধকও ১২ বছর বয়েসিদের দেওয়া যাবে। আর তারা ৫ কোটি ডোজ প্রতিষেধক দিতে পারবে এ বছরেই। তার মধ্যে এক কোটি ডোজ দেওয়া হবে জুলাই মাসে, এক কোটি আগস্টে, দু'কোটি সেপ্টেম্বরে, আর এক কোটি অক্টোবরে। তবে শর্ত হচ্ছে, সরকারকে নিশ্চিত করতে হবে, ফাইজার যাতে এখানে কোনও আইনের ফাঁসে জড়িয়ে না পড়ে। মামলা মোকদ্দমা যদি কিছু হয়, সরকার তার হয়ে দাঁড়াবে। তা ছাড়া ফাইজারের প্রতিষেধক নগদ দামে আগাম অর্ডার দিয়ে কিনতে হবে।

XS
SM
MD
LG