অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন নোটের অভাবে দুর্ভোগে ভারতের সাধারণ মানুষ


নতুন নোটের অভাবে চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ। ২৪ ঘণ্টা পরেও স্বাভাবিক নয় এটিএম পরিষেবা। শহর ও জেলাজুড়ে আজও ছিল ভোগান্তির ছবি। গতকালও ছিল সেই একই ছবি। প্রসংগত বলা যেতে পারে গত ৮ই নভেম্বর রাতে প্রধাবনমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন। তারপর গতকালই এটিএম খুলেছিল।

তারপর থেকে আজো সকালেও কাজ করছে না কলকাতার বেশিরভাগ এটিএম। খোলা এটিএমের সামনে লম্বা লাইন। টাকা তুলতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর-সহ একাধিক জায়গায় এটিএমের ঝাঁপ বন্ধ। টাকা তুলতে এসে ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রাহকরা। একই চিত্র ছিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় আজ দ্বিতীয় দিনেও এটিএম বন্ধ। বারাসত, বনগাঁ, অশোকনগর সর্বত্র একই ছবি। কোথায় এটিএম খুললেও, স্ক্রিনে লেখা লিঙ্ক ফেলিওর।

বর্ধমানে আজও অধিকাংশ এটিএম বন্ধ। কোথাও খোলা থাকলেও, স্ক্রিনে লেখা লিঙ্ক ফেলিওর। সব মিলিয়ে আজ দ্বিতীয় দিনেও ভোগান্তি চরমে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় আজ ও আগামীকাল রবিবার খোলা থাকছে ব্যাঙ্ক। সেখানেও দেখা গিয়েছে গ্রাহকদের লম্বা লাইন।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG