ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্য সুরক্ষা, চোরাচালান, সন্ত্রাস, অবৈধ মৎস্যআহরণ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সমুদ্রের সার্বিকনিরাপত্তা রক্ষা করা কোন একক দেশের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঢাকায় সোমবার তিন দিনে ব্যাপী ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম ২০১৬ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন কালে রাষ্ট্রপতি এসকল বিষয় মোকাবেলায় সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টার আহবান জানান । তিনি মানবজাতির বৃহৎ কল্যাণে ভারত মহাসাগরীয় অঞ্চলের সবাইকে একত্রিত হয়ে একটি সত্তা হিসেবে কাজ করার পরামর্শ দেন । সম্মেলনে ১৩টি দেশের নৌবাহিনী প্রধান ও বাংলাদেশসহ ৩১টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন । এদিকে, দক্ষিণ এশিয়া অঞ্চলের পয়নিষ্কাশন বিষয়ক তিনদিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । জহুরুল আলমের রিপোর্ট: