অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে সমালোচনা


ভারতে সোমবার সিপিএম দলের কেন্দ্রীয় কমিটিতে সমালোচিত হল গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সঙ্গে জোট বেঁধে লড়বার জন্য। বলা হলো, এ কাজে লঙ্ঘিত হয়েছে দলের পার্টি কংগ্রেসে স্থির করা দলীয় লাইন। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে এই ভর্ৎসনা অনিবার্যই ছিল। আবার একই সঙ্গে কেন্দ্রীয় কমিটি বলেছে, রাজনৈতিক হিংসার মোকাবিলায়, দল জনগণের ব্যাপকতম ঐক্য গড়ে লড়াই চালাতেই পারে।

কমিটির তিন দিনের অধিবেশনের প্রথম দু'দিনে কংগ্রেসের সমর্থকেরা বোঝাবার চেষ্টা করেছিলেন, জোট গঠিত না হলে দল যে কটি আসন পেয়েছে, তাও পেত না। স্বয়ং দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এই মত পোষণ করেন। কিন্তু কমিটির সংখ্যাগরিষ্ঠের মত ছিল ভিন্ন। তবে নির্বাচনের আগে কমিটি কেন জোট গঠনে বাধা দেয়নি, তার জবাব পাওয়া যায়নি। বা, এখনও রাজনৈতিক হিংসা ঠেকাতে কংগ্রেসের সঙ্গেও ঐক্যবদ্ধ আন্দোলনে কমিটির আপত্তি নেই। প্রশ্ন উঠেছে, এ কি দ্বিচারিতা নয়? কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG